সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঘটনাস্থল সেই বাসন্তী।ঘটনা জড়িত থাকার অভিযোগে এক দুষ্কৃতি কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসন্তীর উত্তর চুনাখালি এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখা রয়েছে এমন খবর শনিবার গভীর রাতে গোপন সুত্রে খবর পায় বাসন্তী থানার পুলিশ।সেই মতো বাসন্তী থানার আইসি আব্দুর রব খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বাসন্তীর উত্তর চুনাখালির মন্ডল পাড়ায় পৌঁছায়। সেখানে রাতের অন্ধকারে উত্তর চুনখালির মন্ডল পাড়ার রফিকুল হালদার এর বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ।সেখানে থেকে একটি লম্বা একনলা বন্দুক উদ্ধার হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে রফিকুল কে গ্রেপ্তার করে পুলিশ।ধৃত কে রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারী দিবাকর দাস জানিয়েছেন ‘এলাকায় শান্তি বজায় রাখতে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিদের বিরুদ্ধে আগামী দিনেও লাগাতর এমন অভিযান চলবে।’
আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১।

Leave a Reply