দুয়ারে এসবিআই।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার চালু করেছিল দুয়ারে সরকার। সেই প্রকল্পে অজস্র সাধারণ মানুষ ইতিমধ্যে উপকৃত হয়েছেন। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্প চলছে দ্রুত গতিতে।রাজ্য সরকার এমন উদ্যোগের পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার শুরু করলো ‘দুয়ারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ নামক একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ চাকুরীজীবীরা লোন নেওয়ার আবেদন জানালে তা ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। পাশাপাশি ব্যাঙ্কে লোন সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হতো।সেই দুর্ভোগ হবে না।একটি লোনের জন্য মাসের পর মাস সময় অতিবাহিত হলেও লোন পাওয়া যেতো না। এমন পরিস্থিতির জন্য সম্পূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।সচেতন করার লক্ষ্যে এই কর্মসুচির মাধ্যমে সাধারণ মানুষ যে কোন লোনের আবেদন করলে তা অত্যন্ত সহজেই পেয়ে যাবেন।শুরু হয়েছে দুয়ারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কর্মসূচি। যার মাধ্যমে অতি সহজেই গ্রাহক তার লোন পেয়ে যাবেন।দক্ষিণ ২৪ পরগনা জেলায় সর্বপ্রথম এমন কর্মসুচী অনুষ্ঠানের সূচনা করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।রবিবার দুপুরে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের কুলতলি মিলনতীর্থ সোসাইটির ভবনে এক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বোলন করে দুয়ারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মসুচির আনুষ্ঠানিক সূচনা করেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর বারুইপুর রিজিওনাল মূখ্য প্রবন্ধক রঞ্জন কুমার। এলাকার সাধারণ শতাধিক ব্যবসায়ী ও প্রায় দুশো শিক্ষক সহ এদিন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা,ক্যানিং স্টেট ব্যাঙ্কের আধিকারী ঋতেশ আনন্দ,বাসন্তী স্টেট ব্যাঙ্কের আধিকারীক সুকল্যান নস্কর, রজনীশ সিং সহ অন্যান্য বিশিষ্টরা।
বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা বলেন ‘রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক এগিয়ে আসলে সুন্দরবন গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামো বিকাশ দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন’।
ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর বারুইপুর রিজিওনাল মূখ্য প্রবন্ধক রঞ্জন কুমার জানিয়েছেন ‘ভারতীয় স্টেট ব্যাঙ্ক সাধারণ মানুষের পাশে সবসময় রয়েছে। সাধারণ মানুষ যাতে করে হয়রানির শিকার না হয় তার জন্য এমন কর্মসুচি চালু করা হয়েছে। ফলে সাধারণ মানুষ এই কর্মসূচির আওতায় উপকৃত হবেন,ভারতীয় স্টেট ব্যাঙ্ক সর্বদাই সাধারণ মানুষের পাশে রয়েছে।’
দুয়ারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মসূচি প্রসঙ্গে শিক্ষক আলি আকবর সরদার বলেন ‘বিগত দিনে আমরা যে কোন ধরনের লোনের জন্য ব্যাঙ্কের কাছে হয়রানির শিকার হতাম। আশা করি বর্তমানে এই কর্মসুচির মাধ্যমে আমরা সহজেই উপকৃত হবো। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *