সন্তান বাহিনী ক্লাবে মহিলা জিম উদ্বোধনে এবং রক্তদান শিবিরের সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল।

0
329

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সন্তান বাহিনী ক্লাবে মহিলা জিম উদ্বোধনে এবং রক্তদান শিবিরের সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল। সাঁকরাইল থানা অন্তর্গত সাঁকরাইল চাপাতলা সন্তান বাহিনী ক্লাব সুনামের সহিত বেশ কয়েক বছর রক্তদান শিবির করে আসছে। রক্তদান জীবন দান এই মূলমন্ত্রকে পাথেয় করে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে রক্তদান উৎসব করে থাকেন এই ক্লাব । প্রতি বছরের ন্যায় এ বছরও তার ব্যতিক্রম হল না। এই রক্তদান শিবিরে এ বছরে আরো একটি আকর্ষণীয় বিষয় ছিল মহিলা জিম এর উদ্বোধন। সাধারণত অধিকাংশ জায়গায় পুরুষদের জিম বা শরীরচর্চার যন্ত্রাংশ দেখতে পাওয়া যায়। সাঁকরাইল চাপাতলা সন্তান বাহিনী ক্লাব আজ মহিলাদের জন্য জিমের ব্যবস্থা করলেন। সেই জিমের অত্যাধুনিক মেশিন উদ্বোধন করতে হাজির ছিলেন সাঁকরাইল এ বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল। তিনি বললেন মহিলাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার মধ্যেও শরীরচর্চা করা অবশ্যই দরকার তাই এই জিম অনেক উপকারে আসবে এবং মহিলারা এর থেকে প্রচুর উপকৃত হবেন এই আশা তিনি রাখলেন। ক্লাব সভাপতি এলাকাবাসীদের ধন্যবাদ সহ সমস্ত আগত সম্মানীয় অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করলেন এই শুভ মুহূর্তে আসার জন্য। কার সঙ্গে এই জিমে মহিলাদের অংশগ্রহণ করার জন্য আবেদন জানালেন। রক্তদান শিবিরে সার্জন রক্তদাতার রক্ত নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও এর অধিক রক্তদাতা রক্তদান দিতে আগ্রহী হওয়ার ক্লাবের পক্ষ থেকে সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উলুবেরিয়া মহাকুমা হসপিটাল এর টিম এই রক্ত গ্রহণ করেন জানালেন ক্লাবের সভাপতি। এছাড়াও এই রক্তদান এবং জিমের আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, সাঁকরাইল ব্লকের সংখ্যালঘু মহিলা সেলের সভানেত্রী নাসিমা কাজী, হাওড়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তপন পাল, সাঁকরাইল পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ পাল এছাড়াও সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রনাথ মাইতি সহ ক্লাব সম্পাদক সহ-সম্পাদক এবং ক্লাব সভাপতি সহ সভাপতি অন্যান্য বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here