আগামী ৫ই বৈশাখ আদিবাসীদের ধর্মীয় শিকার সম্পর্কে চাঁদমুড়াতে আলোচনা সভার আয়োজন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ৫ই বৈশাখ আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় শিকার উৎসব। তারই আগে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চাঁদমুড়া ফুটবল ময়দানে আলোচনা সভার আয়োজন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। জানা গিয়েছে গড়বেতা ৩ নম্বর ব্লক,কেশপুর ব্লক,শালবনি ব্লকের সমস্ত ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সদস্যদের এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ইতিমধ্যেই বন্যপ্রাণী শিকার বন্ধ করতে মাইকিং সহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বনদপ্তরের আধিকারিকরা। কিন্তু এই সম্বন্ধে ভারত জাকাত মাঝি পারগানা মহলের বক্তব্য বন্যপ্রাণী,পশুপাখি জঙ্গল যদি কেউ রক্ষা করে থাকে তাহলে আদিবাসীরাই একমাত্র রক্ষা করে থাকে। এইসব রক্ষা করার জন্য কিছু সুশিক্ষিত বুদ্ধিজীবী চোরা শিকারিদের সমস্যা হয় বলে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বন্য প্রাণী হত্যার দায় আদিবাসীদের উপর চাপানো হচ্ছে। তাদের বক্তব্য তাদের শিকার উৎসব মানে বন্য প্রাণী হত্যা নয়। সাঁওতালি ভাষাতে যাকে বলা হয় সেন্দ্রা,যার বাংলা অর্থ অনুসন্ধান বা খোঁজ। কোন একটি জঙ্গলে বিগত বছরের যে সব প্রজাতির গাছপালা, লতা,গুল্ম, পশুপাখি কীটপতঙ্গ ইত্যাদি এই বছর পাওয়া যায় কিনা সেই বিষয় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান অর্থাৎ আধুনিক ভাষায় যেটাকে সারবে বলা হয় সেটা হয়ে থাকে আদিবাসী সম্প্রদায়ের সেন্দ্রা এর মাধ্যমে। এমনটাই জানিয়েছেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের গড়বেতা ৩ নম্বর ব্লকের সহ-সভাপতি শিবুলাল মুর্মু, পাশাপাশি আদিবাসীদের এই ধর্মীয় উৎসব নিয়ে একাধিক ইতিহাসের কথা তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *