করোনা কালে যারা পাশে থেকে মানুষের প্রাণ বাঁচিয়ে ছিলো আজ তারাই মৃত্যুবরণ করতে চাইছে ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- করোনা কালে যারা পাশে থেকে মানুষের প্রাণ বাঁচিয়ে ছিলো আজ তারাই মৃত্যুবরণ করতে চাইছে ।

করোনার সেই ভয়ানক দিন গুলোর স্মৃতি আজও দগদগে মানুষের মনে, কত জন হারিয়েছে আপনজনকে, লোকডাউন, জনমানবহীন পথঘাট,
তবে সেই কঠিন সময়ে যারা একটি ফোনেই ছুটে যেতো করোনা আক্রান্ত রুগীর পাশে, আজ সেই করোনা যোদ্ধা অস্থায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়ার দের সামনে শুধুই অন্ধকার।
করোনা অতিমারীর প্রকোপ কমতেই রাজ্য সরকার  জেলার এই ধরণের অস্থায়ী ছাপ্পান্ন জনকে কাজ থেকে বসিয়ে দিয়েছে।
সোমবার এই করোনা যোদ্ধারা জলপাইগুড়িতে নিজেদের হারানো কাজের দাবিতে স্বারকলিপি প্রদান করতে এসে জানান, ওই ভয়ঙ্কর সময় আমরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছি, কিন্তু আজ আমাদের যা অবস্থা তাতে মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *