উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার আগেই জেলা সভাপতি যোগদান সভার মঞ্চ থেকে একপ্রকার ঘোষণা করে দিলেন। আগামীদিনে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতিটি গ্রাম পঞ্চায়েত জয়লাভ করবে আগাম বার্তা দিলেন জেলা সভাপতি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বরুনা হাই স্কুল মাঠ ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভায় আয়োজন করা হয় এই যোগদান সভা থেকেই আগামীদিনের পঞ্চায়েত ভোটের প্রচার শুরু হয়ে গেল। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, জেলা পরিষদের সদস্যদের দধীমোহন দেবশর্মা, তৃণমূলের নেতা বাপ্পা সরকার,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,তৃণমূলের নেতা বিশ্বজিৎ দেবশর্মা,তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা,উপপৌরপতি ঈশ্বর রজক,এছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মী সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন । যোগদান সভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় 100 টি পরিবার।
Leave a Reply