সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রাতের অন্ধকারে জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।গুরুতর জখম অবস্থায় ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসি গ্রামে।জানাগিয়েছে প্রায় ২০ বছর আগে জীবনতলা থানার তাম্বুলদহ ঝোড়োর মেড়ের রোহিত লস্কর বিয়ে করেন ক্যানিং থানার অন্তর্গত তালদি বয়ার সিং এলাকার মাজেদা কে ।বিয়ের পর থেকে রোহিত শ্বশুর বাড়িতেই থাকছিল। রবিবার গভীর রাতে আচমকা রোহিত কে বেধড়ক মারধর করে শ্বশুর বাড়ির লোকজন। অভিযোগ মারধর করার পাশাপাশি ধারালো দা দিয়ে কোপায় স্ত্রী মাজেদা বিবি ও তার বাবা মা।
অন্যদিকে ঘটনায় মাজেদা বিবি ও তার বা-মা গুরুতর জখম হয়েছে। ক্যানিং থানার পুলিশ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজন কে আটক করে ঘটনা সম্পর্কে জিঞ্জাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। স্থানীয়দের অনুমান পারিবারিক বিবাদের জেরে এমন ঘটনা ঘটেছে।