আবদুল হাই , বাঁকুড়া : ৪০ থেকে ৪২ টি হাতির একটি দল বড়জোড়া থেকে বেলিয়াতোড়, সোনামুখী, পাত্রসায়র দ্বারকেশ্বর নদ পেরিয়ে রবিবার রাতে পাঞ্চেত ডিভিশনের জয়পুর জঙ্গলে প্রবেশ করানো হয়েছে। সোমবার সকালে এই খবর জানান সোনামুখী বন দপ্তরের রেঞ্জার দয়াল চক্রবর্ত্তী। তিনি বলেন, এখনো জেলার উত্তর বনবিভাগে প্রায় ২০ টির মতো হাতি রয়েছে, সেগুলিকেও বিষ্ণুপুরের দিকে পমসরিয়ে ফেলা হবে।। তবে সর্ববৃহৎ দলটিকে সরিয়ে আনার সময় সংশ্লিষ্ট এলাকার চাষীরা খুব ভালো সাহায্য করেছেন। ফলে ক্ষতির পরিমানও যথেষ্ট কম। এর মধ্যেও যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট চাষীরা পাবেন বলেও তিনি জানান।
Leave a Reply