শুয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং থানা ঘেরাও করে বিক্ষোভ মতুয়া সদস্যদের।

0
129

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বারাসাতে মতুয়াদের ওপর আক্রমণের প্রতিবাদে শুয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল মতুয়া সংগঠন। পরে থানা ঘেরাও করে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল তারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে অবরোধ। নদিয়া চাকদা থানার ঘটনা। উল্লেখ্য গত 29 শে মার্চ গোটা রাজ্য থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ পুণ্য স্নানের উদ্দেশ্যে বনগাঁ ঠাকুরবাড়িতে রওনা দিয়েছিল। অভিযোগ ওঠে বারাসাত কাজীপাড়া মরে মতুয়া সম্প্রদায়ের গাড়ি থামিয়ে কয়েক জন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। গাড়িতে থাকা মতুয়া দল নেতাকে বেধড়ক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল সহ অন্যান্য দামি সামগ্রী। গুরুতর অবস্থায় তারা হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর এই ক্ষোভ প্রকাশ করেন মতুয়া সম্প্রদায়ের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি। যদিও প্রশাসনের দাবি আলাদা করে মতুয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়নি। জোটের জেরে বচসা থেকেই এই বিবাদ। প্রশাসনের দাবি মানতে নারাজ মতুয়া সম্প্রদায়ের সদস্যরা। তাদের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মতুয়া সম্প্রদায়ের উপর আঘাত হানা হয়েছে। মূলত সেই অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে গতকাল রাতে চাকদহ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মতুয়া সম্প্রদায়ের সদস্যরা। থানা ঘেরাও করে বিক্ষোভ এবং ডেপুটেশন দেয় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় মতুয়ারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here