আজকের রেসিপি ::: আমের জেলি।।

পাকা আম এক কেজি নিয়ে খোসা ফেলে আম গুলো ডুবো জলে সিদ্ধ করবেন।
পানি শুকিয়ে অর্ধেক হয়ে আসলে আম গলো তুলে রস বার করে মোটা ছাকনিতে ছেকে নিন যাতে আশ গুলো রসে না আসে।এরপরে আধকেজি চিনি দিয়ে আমের রস আর সিদ্ধকরা জল উনুনে বাসন।
ফুটে উঠে যখন সাদা ফেনা উঠবে তখন এরমধ্যে দুই টেবিল চাম লেবুর রস দিয়ে নাড়তে থাকবেন।
এভাবে ১০/১২ মি: জ্বাল করে দেখতে হবে জেলি হলো কিনা।
এটা চেক কারা সহজ একটা সিস্টেম আছে।
এক কাপ জলে কয়েক ফোটা জেলি ফেলতে হবে, জেলী হয়ে গেলে সেটা নিচে জমা হবে, না হলে পানিতে মিশে যাবে বোঝা যাবে না।
রস ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন, একটু ঠান্ডা হলে শুকনো বয়ামে ঢেলে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *