জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- প্রকৃত রবীন্দ্র নৃত্যের পাঠ শেখাতে তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত হলো জল শহরে।
সময়ের সাথে সাংস্কৃতিক ভাব ধারার মধ্যেও এসেছে বিস্তর পরিবর্তন, এসেছে রিমিক্স , স্ব রচিত , যে কারনে আজ সংগীত থেকে নৃত্য সবেতেই দেখা মেলে এক নতুন পরিবেশনা। এর এর ফলেই ক্রমশ নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আসল কৃষ্টি সৃষ্টির স্বাদ।
সম্প্রতি চারু কৃতি জলপাইগুড়ির পক্ষ থেকে প্রকৃত রবীন্দ্র নৃত্যের ওপর তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মশালা।
এই প্রসঙ্গে চারু কৃতি জলপাইগুড়ির সম্পাদিকা দেবদত্তা জানান, এই বিশেষ কর্মশালার মূল উদ্দেশ্য রবীন্দ্র নৃত্যের সঠিক অনুশীলন এবং পরিবেশন।
অপরদিকে এই কর্মশালার প্রশিক্ষিকা শ্রুতি কথা কলকাতার সদস্যা রিয়া চক্রবর্তী জানান, তিন দিনের এই কর্মশালায় যারা রবীন্দ্র নৃত্য নিয়ে পাঠ নিয়েছে তাদের সবার মধ্যেই যথেষ্ট প্রতিভা রয়েছে, আগামীতে ও রবীন্দ্র নৃত্যেরএই ধরণের কর্মশালা করতে পারলেই রবীন্দ্র নৃত্যের সঠিক ধারাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
Leave a Reply