থেলাসেমিয়াকে হারিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে আইনজীবী হতে চায়, দুস্থ পরিবারের ছাত্র সর্ন দে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– থেলাসেমিয়াকে হারিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে আইনজীবী হতে চায়, দুস্থ পরিবারের ছাত্র সর্ন দে। পায়না কোনো সরকারি সাহায্য।

ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে, উলিক হতে চাই কিন্তু ওই যে রক্ত নিতে হয় বার বার, সরল জবাব থেলাসেমিয়া রোগে আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সর্ন দের।

অন্যান্য দিনের মতোই সোমবার জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ধাপগঞ্জের সর্ন দে , পরীক্ষা দিয়ে হাসি মুখেই জানালো ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে, তবে নিজের অসুখ নিয়ে জানতে চাইলে কিছুটা বিষণ্নতা ভোরে ওঠে ওর মুখ ,তাও যেন দাঁতে দাঁত চেপে বলে,  আমার থেলাসেমিয়া অসুখ , বাবা নেই,অনেক অভাব তারপর বার বার রক্ত নিতে হয়, এক নিঃশ্বাসে এই কথা গুলো বলে যায় সর্ন দে,, শুধু এটুকুই নয় বড় হয়ে আইনজীবী হতে চায় সে, তবে অর্থের বড়ই অভাব।
অপরদিকে সহকারী প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানালেন ও খুবই ভালো লিখছে পরীক্ষায়, তবে ওর অসুখটা নিয়েই সমস্যা , গরিব ঘরের সন্তান, আমরা সব দিক থেকেই সর্ন কে সাহায্য করার চেষ্টা করি, ক্লাস নাইন থেকে ও আমাদের স্কুলের অন্যতম ভালো ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *