পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় কোভিড বিধি লংঘন করে দুশো থেকে আড়াইশো লোকের জমায়েত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল। তাদের নামের মামলা রুজু হয় দুর্গাচক থানায়। দূর্গাচক থানার পুলিশ ডেকে পাঠানো হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। হাইকোর্ট থেকে রক্ষাকবচ থাকায় কেন ডেকে পাঠানো হলো পাল্টা চিঠি শুভেন্দু অধিকারী ল ইয়ার মারফত দুর্গাচক থানার কাঁথি থানা জেলা পুলিশকে পাঠালেন মঙ্গলবার। উলেখ্য গত ১৬ ই মার্চ হলদিয়ার দূর্গাচকে একটি মিছিল করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই মিছিলে উপস্থিত থাকায় দুই বিধায়ককে ডেকে পাঠালো দূর্গাচক থানার পুলিশ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৭ দিনের মধ্যে দূর্গাচক থানায় হাজিরার নির্দেশ।

Leave a Reply