হলদিয়ার বন্দরে জাতীয় সমুদ্র দিবস পালন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ৫৯তম ‘জাতীয় সমুদ্র দিবস’। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের উদ্যোগে বন্দরের মেরিন হাউজের সামনে এক অনুষ্ঠানে সমুদ্র দিবসের পতাকা উত্তোলন করেন বন্দরের উপাধ্যক্ষ অমল কুমার মেহেরা। তিনি সতীশচন্দ্র সামন্ত জেটিতে তিনটি জাহাজের নাবিকের প্রদর্শিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এই সময় বন্দরের জাহাজগুলি থেকে সাইরেন বাজানো হয়।
শ্রীমেহেরা তাঁর ভাষণে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বন্দরের আধিকারিক, কর্মচারী ও জাহাজের নাবিকরা উপস্থিত ছিলেন। এই সম্বন্ধে বন্দর উপাধ্যক্ষ অমল কুমার মেহেরা বলেন প্রত্যেক বছর ৫ই এপ্রিল আমরা এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করি, তবে বিগত বছরে মহামারীর জন্য বন্ধ ছিল এই প্রোগ্রাম, তবে এই বছর কিছুটা শিথিল হতেই আবার যথাযথ মর্যাদায় শহীদ জাতীয় সমুদ্র দিবস পালন করা হলো, পাশাপাশি ইতিহাসের একাধিক বিষয় তুলে ধরেন এইদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *