মালদা, নিজস্ব সংবাদদাতা:- আবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদহের বামণগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে বামনগোলার তালতলা এলাকা থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃত যুবকের নাম সঞ্জিত হালদার(৩১)বামনগোলার থানার ভারত বাংলাদেশ সীমান্তের খুঁটাদহ এলাকায় বাড়ি।ধৃতদের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ধৃতকে মঙ্গলবার জেলা আদালতে পাঠানো হয়।
পাকুয়াহাট ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন, ধৃত যুবকে পুলিশ দীর্ঘদিন ধরেই খোঁজ চালাচ্ছিল। সোমবার রাতে গোপন সূত্রে খবর পায়। ধৃত বাড়ি ফিরে আবার অপরাধ জগতের কার্যকপাল করছে। খবর পাওয়া মাত্রই পাকুয়া ফাঁড়ির পুলিশ তালতলা এলাকায় অভিযান চালিয়ে দেতো যুবককে আটক করে তল্লাশি চালাতেই যুবকের কাছ থেকে বেরিয়ে আছে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ঘটনাস্থল থেকে যুবককে গ্রেপ্তার করে পাকুয়াহাট ফাঁড়িতে নিয়ে আসে এদিন তাকে জেলা আদালতে পেশ করা হয়।











Leave a Reply