উন্নত মানের চিকিৎসা পরিষেবায় আরো এক ধাপ এগোল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ– উন্নত মানের চিকিৎসা পরিষেবায় আরো এক ধাপ এগোল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ।এবার থেকে এই হাসপাতালে চালু হতে চলেছে মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কপিক সার্জারি পরিষেবা।আজ এমন মন্তব্য করলেন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি বিদ্যুৎ ব্যানার্জি বলেন এত দিন রায়গঞ্জ মেডিকেল কলেজে ওপেন সার্জারি হতো কিন্তু বর্তমান যুগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সাথে পাল্লা দিয়ে এবারে সরকারি হাসপাতালে ও মাইক্রোসার্জারির মত পরিষেবা পাবেন সাধারণ রোগীরা।বিদ্যুৎ বাবু আরো জানান ইতিমধ্যে পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে অত্যাধুনিক মানের যন্ত্রাংশ বসিয়ে চলবে অস্ত্রোপচার ।যার ফলে একদিকে যেমন অল্প সময়ে স্বল্প খরচে পরিষেবা প্রধান করা সম্ভব হবে তেমনি অন্যদিকে চাপ কমবে ব্লাড ব্যাংকের রক্ত ভান্ডার এর ।পাশাপাশি দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন রোগীরা ।চলতি সপ্তাহে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানান এনএসবিপি।

রায়গঞ্জ মেডিকেল কলেজে এমন পরিষেবা চালুর উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সমাজকর্মী তপন বসাক। এর জেরে বিশেষ করে গরীব দুঃস্থ মানুষজন অনেক বেশি উপকৃত হবেন বলে আশাবাদী তপনবাবু ।

অন্যদিকে সরকারি হাসপাতালে এই উদ্যোগে খুশি সাধারন মানুষ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *