চৈতি ছট পূজার আয়োজন।

0
428

উত্তর দিনাজপুর, রাধারানীর হালদারঃ- চৈতি ছট পূজার আয়োজন। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর শান্তি কলনি অবস্থিত শ্রীমতি নদীর ধারে ছট পূজার আয়োজন করা হয়। ছট পূজার নিয়ম মেনে মূলত এই ছট পূজার আয়োজন করা হয়েছে। শ্রীমতি ঘাটে চৈত্র মাসে বিহারি সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে চৈত্র মাসের ছট পুজো আয়োজন করে।নিয়মনিষ্ঠা মেনে প্রথমদিন জলে নেমে সূর্যকে অর্ঘ্য দিয়ে এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জলে থেকেই পুজো করেন ছট ব্রতরা। দ্বিতীয় দিনে উদ্যমান সূর্য কে অর্ঘ্য দিয়ে পুজা সমাপ্তি করবেন। এই ছট পূজা দেখার জন্য শ্রীমান শ্রীমতি নদীর ঘাটে ভিড় জমায় ভক্ত ও দর্শনার্থীরা প্রচুর মানুষের সমাগম হয় ছট পুজা কে কেন্দ্র করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here