আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত লালপুর গ্রামে বাঁদরের কামড়ে আকস্মিক মৃত্যু হলো এক প্রৌড়ের। মৃত ওই ব্যক্তির নাম কানাইলাল কুন্ডু(৮২),বাড়ি গঙ্গাজলঘাটি থানার লালপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর আজ আজ সকাল নাগাদ তিনি রুটি কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি দোকানে আসেন, সেখানেই ঝগড়ারত দুটি বাঁদরের একটি বাঁদর আচমকাই নেমে এসে কামড় বসায় ঐ বৃদ্ধের পায়ে। তড়িঘড়ি স্থানীয় গঙ্গাজলঘাটি থানা এবং বনদপ্তর এ খবর দেওয়ার পর ছুটে আসে দুই দপ্তরই। আহত ব্যক্তির পায়ে প্রচন্ড রক্তপাত হয় তাকে তাকে তড়িঘড়ি অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃত ঐ ব্যক্তির দেহ গঙ্গাজলঘাটি থানায় নিয়ে আসা হলে পুলিশ সেই দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরবর্তীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সেই বাঁদরটিকে ফাঁদ পেতে ধরার জন্য তোড়জোড় শুরু করেছে বনদপ্তর। বাঁদরের কামড়ে বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঁদরের কামড়ে মৃত্যু ,শোকের ছায়া এলাকা জুড়ে।












Leave a Reply