বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে ভগবানপুর গ্রামীণ হাসপাতালের মিটিং হলের দ্বারোদঘাটন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর গ্রামীণ হাসপাতালের মিটিং হলের নব নির্মিত দ্বারোদঘাটন হয়।
ফিতা কেটে দ্বার উদঘাটন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকরীক ডঃ বিভাস রায়,সঙ্গে ছিলেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী,আই এ এস এ ডি এম হেলথ ডিপারমেন্টের আধিকারীক শ্বেতা আগরওয়াল, ভগবানপুর ১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতি সহ একাধিক অতিথিরা।
তাঁর পাশাপাশি ভগবানপুর ১ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।ভগবানপুর হাসপাতালের সাথে যুক্ত স্বাস্থ্য কর্মী ও আশাকর্মীরা রক্ত দান করেন।রক্তদাতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক সোহম চক্রবর্তী।
আশা কর্মী স্বাস্থ কর্মীদের মনোবল বৃদ্ধি করতে তাঁদের হাতে মোমেন্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *