পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত ঠিকরা পেট্রোল পাম্পের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকাল নাগাদ ঠিকরা পেট্রোল পাম্পের কাছে একটি দোকানের সামনে ৩৫ বছর বয়সের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।এখনও পর্যন্ত ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বেশ কিছু জায়গায় তার আঘাতের চিহ্ন রয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে তার পরিচয় জানার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ।











Leave a Reply