আবদুল হাই, বাঁকুড়া:- দুই বাঁদরের ঝগড়ার মাঝে পড়ে বাঁদরের হানায় মৃত্যু হয় বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির কানাইলাল কুন্ডুর। গত বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ গঙ্গাজলঘাটি থানার লালপুর গ্রামের ৪২ বছর বয়স্ক ঐ পৌড় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা ঝগড়ারত দুই বাঁদরের মাঝে পড়ে গেলে একটি বাঁদর তাকে আক্রমণ করে। আক্রমণ এতটা হিংসাত্মক হয়ে ওঠে যা কানাই বাবুর বাম পায়ে কামড় দিয়ে গুরুতরভাবে আহত করে। স্থানীয়দের প্রচেষ্টায় হিংসাত্মক ওই বাঁদর দের কাছ থেকে কোনো রকমে উদ্ধার করে তাকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এর পরপরই ওই খুনি বাঁদরকে খাঁচা বন্দি করতে সচেষ্ট হয় বনদপ্তর। বহু অপেক্ষার পর অবশেষে ঘুমপাড়ানি গুলি করে খাঁচা বন্দি অবস্থায় নিজেদের হেফাজতে আনতে সমর্থ হয় বনদপ্তর।আপাতত খাঁচাবন্দি অবস্থাতেই বন্দি রয়েছে ওই বাঁদর।চলছে শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও।তবে কবে বা কখন বন্দী বাঁদরকে মুক্তি দেওয়া হবে তা নিয়ে অবস্থান স্পষ্ট করেনি বনদপ্তর।
বাইট- দুর্গাদাস হাঁসদা, ফরেস্ট রেঞ্জার,মেজিয়া রেঞ্জ ।












Leave a Reply