নিজস্ব সংবাদদাতা, মালদা :- সাতসকালে লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক রোজাদার মহিলার। মৃত মহিলার নাম মুঙ্গেস বিবি(৩৫)।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্ৰামে।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ৫ টা নাগাদ চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়কের বাইপাস রাস্তায় রাড়িয়াল গ্ৰামে।তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
মৃতার স্বামী মহম্মদ সাহেব আলি জানান,রোজা রাখার জন্য ভোরের খাওয়া খেয়ে তার স্ত্রী বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।এই সময় একটি হরিশ্চন্দ্রপুর গামী গম বোঝাই লরি পিছন থেকে এসে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন এবং লরিটি তার উপর দিয়ে চলে যায়।লরির চাকায় পিষ্ঠ হয়ে শরীর থেকে হাত-পা ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্ত্রীর।
সাহেব আলি আরো জানান,সে একজন দিনমজুর।তার পাঁচ নাবালক সন্তান রয়েছেন।কিভাবে পাঁচ সন্তানকে বড় করে তুলবেন তা দুশ্চিন্তায় কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জানান
ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক বলে জানা গিয়েছে।
Leave a Reply