কোতুলপুর থানার মানবিক মুখ বামুনাইরি মোরে নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা সারাই করলেন ওসি।

আবদুল হাই, বাঁকুড়া :- কোতুলপুর থানার মানবিক মুখ বিষ্ণুপুর আরামবাগ অহল্যা বাই রাস্তার বামুনাইরি মোড় সংলগ্ন রাস্তার ধারে বড় বড় গর্ত থাকায় সেই গর্ত থেকে বারেবারে দুর্ঘটনা ঘটছিল ।সেই কারণেই কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল নিজে উপস্থিত থেকে এবং বেশকিছু সিভিক পুলিশ নিয়ে রাস্তা সারাই করলেন । এলাকার মানুষ PED কে বারে বারে জানানো সত্ত্বেও রাস্তা সাড়াই এর কোনরূপ ব্যবস্থা গ্রহন করেনি যার ফলে দুর্ঘটনা ঘটছিল সেই কারণেই OC র কাছে বিষয়টি নজরে আসে এবং তিনি তড়িঘড়ি ওই রাস্তা সারাই করানোর উদ্যোগ নিলেন এবং রাস্তা সারাই করলেন। কোতুলপুর পুলিশকে অনেক সময় হেলমেট ধরার কাজে দেখা যেত যদিও হেলমেট চেকিং মানুষের ভালোর জন্যই তবুও কানাঘোষা অনেক কথা উঠতে শোনা গেছে কিন্তু পুলিশের এহেন কাজের জন্য কি বলছেন এলাকার মানুষ তাদের মুখ থেকে শুনে নেব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *