পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলে আগুন ও বন্যপ্রাণী হত্যা রুখতে সাধারণ মানুষের সচেতনতায় বনদপ্তরের সাইকেল রেলি, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি রেঞ্জ থেকে চন্দ্রকোনারোড,গোয়ালতোড়, হুমগড় হয়ে গড়বেতা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সাইকেল রেলি করে সাধারণ মানুষকে সচেতন করল বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা, জানা গিয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, রূপনারায়ন বনবিভাগের DFO সহ পশ্চিমাঞ্চলের মুখ্য বনপাল অশোক প্রতাপ সিং উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এই দিন ভোর থেকে বেলা দশটা পর্যন্ত এই সাইকেল রেলি চলে।
জঙ্গলে আগুন ও বন্যপ্রাণী হত্যার রুখতে সাধারণ মানুষকে সচেতনতায় আড়াবাড়ি থেকে গড়বেতা পর্যন্ত সাইকেল রেলি বনদপ্তরের।

Leave a Reply