নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাদারিহাট বীরপাড়া ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় বুনো হাতির দল শুক্রবার রাতে তাণ্ডব চলায়। শুক্রবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে একদল বুনো হাতি পশ্চিম মাদারিহাট এলাকায় ঢুকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এতোয়া ওরাঁও এর দুই বিঘা ভুট্টা ক্ষেত নষ্ট করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে হাতির দলটিকে জঙ্গলে পাঠিয়ে দেয়।
মাদারিহাট বীরপাড়া ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় বুনো হাতির দল শুক্রবার রাতে তাণ্ডব চলায়।












Leave a Reply