নদীয়ার শান্তিপুরে এলাকাবাসীর তৎপরতায় দমকলের সহযোগিতায় আগুনের হাত থেকে রেহাই বেশকিছু পরিবারের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডাবরেপাড়া হাবরা পুকুর সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন! আনুমানিক আজ দুপুর দুটো নাগাদ হঠাৎই আগুন জ্বলে উঠতে দেখা যায় হাবরা পুকুরের পাড়ে ফেলা জঞ্জালের মধ্যে। প্রখর গ্রীষ্মের রোদে শুকনো হয়ে থাকা পরিত্যক্ত জঞ্জাল নিমেষের মধ্যে বীভৎস আকার ধারণ করে। এলাকা থেকে স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা কে ফোন করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন দমকল নিয়ে। ততক্ষণে এলাকাবাসী সকালে মোটর চালিয়ে বেশ কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দমকলের প্রচেষ্টায় নিভে যায় সমস্ত আগুন। দমকল কর্তৃপক্ষর পক্ষ থেকে জানানো হয়েছে, এসময় বেশিরভাগ অগ্নিসংযোগের ঘটনা ঘটে যত্রতত্র জঞ্জাল ফেলার স্তূপ থেকে। তবে এলাকাবাসীর একাংশের অনুমান বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে এই আগুন , এর আগেও বেশ কয়েকবার ঘটার কারণে এলাকার একাংশ মনে করছেন এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *