রামনবমী উপলক্ষে রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা মাথাভাঙ্গায়।

মনিরুল হক, কোচবিহারঃ রামনবমী উপলক্ষে মাথাভাঙার রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা রাম নবমী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে। এদিন উৎসব কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা বেরহয়। এই মিছিলে লোক সমাগম ছিল চোখে পরার মত।
উৎসব কমিটির সভাপতি পরিতোষ রায় বলেন, আজকে রাম নবমীর পূণ্য তিথিতে রামভক্তরা পুজো করে শোভা যাত্রায় অংশগ্রহণ করেছে। একসময় ভারতবর্ষের রাম রাজত্ব ছিল। কেউ অনাহারে অর্ধাহারে থাকত না। সেইদিন আবার ফিরে আসুক এই প্রার্থনা ভগবানের কাছে করি। মাথাভাঙা শহর সংলগ্ন বাঘাযতিন ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মাথাভাঙা শহর পরিক্রমা করে।
সুসজ্জিত মিছিলে পা মেলান শিতলকুচি ও মাথাভাঙার বিজেপি বিধায়ক সহ একাধিক বিজেপি কর্মী-সমর্থকরা। কড়া পুলিশি প্রহরায় এই মিছিল শেষ হয়। গোটা শহরে ধর্মীয় সংগীত বাজানোর পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়। শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *