জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পয়লা বৈশাখ উপলক্ষে হালকাতার খাতা বানাতে ভিন্ন রাজ্যর থেকে পারি দেয় প্রতিবছর।এই বছর ও দুই মাসের জন্য এসেছে জলপাইগুড়িতে।যদিও শতাধিক হালকাতার খাতা তৈরি করেছেন ।কিন্তু এখন অপেক্ষা বিক্রির।যদিও আধুনিক প্রযুক্তিতে কম্পিউটার ব্যবহারের জন্য হালকাতার খাতা তেমন ভাবে বিক্রি হয়না।তবুও বাবা দাদাদের এখানে কাজ করার পুরনো সৃতির জন্য এখানে বিগত 45বছর ধরে বিহার থেকে এখানে আসছেন মহম্মদ আবিত হোসেন। ধর্মশালায় থেকে তৈরি করেছেন এই খাতাগুলো।কিন্তু বিক্রি কি হবেন তা জানেন না তিনি।আগামী 15ই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে বড় ছোট সব ধরনের খাতা তৈরি করেছেন মহম্মদ আবিত।লাভ তেমন ভাবে না হলেও তার বাবা ও দাদারা এখানে এসে খাতা তৈরি করতেন।তাই তাদের পুরনো কাজ ধরে রাখার জন্য ই এই ধরনের খাতা বানাতে জলপাইগুড়ির দিনবাজার এলাকার প্রতিবছর আসেন
আধুনিক প্রযুক্তিতে কম্পিউটার ব্যবহারের জন্য হাল খাতা তেমন ভাবে বিক্রি হচ্ছে না আর।












Leave a Reply