নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- উৎসাহ উদ্দীপনায় আলিপুরদুয়ারে পালিত হলো রাম নবমী। রবিবার ওই রাম নবমীর মিছিলে হাঁটলেন কচি কাচা থেকে শুরু করে বয়স্করাও। এদিন বক্সাফিডার রোড ধরে র্যালি শেষ হয় আলিপুরদুয়ার চৌপথীতে।পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।
উৎসাহ উদ্দীপনায় আলিপুরদুয়ারে পালিত হলো রাম নবমী।












Leave a Reply