নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য ছেলের বিরুদ্ধে, প্রমান লোপাটের চেষ্টা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শাসক দলের পঞ্চায়েত সদস্যের জন্মদিনের পার্টিতে কুকীর্তি, 1 নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। তীব্র রক্তপাতের ফলে ওই নাবালিকার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দেখিয়ে শব দাহ করে ফেলা হলো। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য ছেলের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার হাঁসখালি থানার গাজনা পঞ্চায়েত এলাকার। জানা যায় গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকার বাসিন্দা অশোক বিশ্বাস। গত 5 তারিখে ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্য গোয়ালী ছেলে গোয়ালি জন্মদিন ছিল। সেই কারণেই সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করেন বছর 14 ওই নাবালিকা। রাতে এক মহিলা ওই নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেয়। এবং তিনি তার বাড়িতে এসে ওই নাবালিকার শারীরিক অসুস্থতার কথা জানাই। অভিযোগ ওই মহিলা হুমকি দেয় এ বিষয়ে অন্য কাউকে জানালে কিংবা সরকারি হাসপাতালে গেলে তাদের ওপর আক্রমণ করা হতে পারে। এরপর ভোরের দিকে ওই নাবালিকার তীব্র যন্ত্রণা শুরু হয় এবং গোপনাঙ্গে রক্তপাত ঘটতে থাকে। তখন নাবালিকার পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর সকালে ওই নাবালিকার মৃত্যু হয়। অভিযোগ এর পরে ওই এলাকায় তৃণমূলের কিছু প্রভাবশালী লোকজন এসে স্থানীয় একটি শ্মশানে তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়। যাতে প্রমাণ না পাওয়া যায় সেই কারণে জল ঢেলে পরিষ্কার করে দেওয়া হয় শ্মশানের ছাইই গুলি। প্রথমে ভয় কিছু না জানাতে চাইলেও গতকাল পরিবারের তরফ থেকে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হাঁসখালী থানায়। ভিত্তিতে তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছেলে ব্রযো গোস্বামী গ্রেপ্তার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *