সুখ শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে কোতুলপুরে বিজেপির রামনবমীর পালন

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুরে সাড়ম্বরে পালিত হল রাম নবমী । পুজো পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই রামনবমী এবং আজকের দিনে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনার লক্ষ্যে সেই থেকেই রামনবমী চলে আসছে এমনটাই জানালেন বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তিনি আরো বলেন দেশে যখন নৈরাজ্য অশান্তি বিশৃঙ্খলা তৈরি হয় তখনই বারেবারে বিভিন্ন অবতাররূপে কেউ না কেউ আবৃত হয়ে শান্তি-সমৃদ্ধি ফিরিয়ে আনেন তেমনই রামচন্দ্র। ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বলেন দিদি একসময় রামনবমীর পুজোপাঠ বিরোধিতা করেছিলেন কিন্তু আজ তিনি রামের ভক্ত হয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *