গোটা শহর নেশাখোর দের দখলে , ভেঙে পরছে জলপাইগুড়ির সংস্কৃতি, দিনের আলোতে চুরির ঘটনা রুখে দিয়ে এমনটাই জানালেন খোদ  তৃণমূল কাউন্সিলর।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- গোটা শহর নেশাখোর দের দখলে , ভেঙে পরছে জলপাইগুড়ির সংস্কৃতি, দিনের আলোতে চুরির ঘটনা রুখে দিয়ে এমনটাই জানালেন খোদ  তৃণমূল কাউন্সিলর। বাস্তবটাই বলেছেন, মন্তব্য বিজেপির।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে  , এলাকার তৃণমূল কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন কাছে স্থানীয় সূত্রে খবর আসে ,কতিপয় যুবক এলাকার একটি পাকা কালভার্ট ভেঙে তার ভেতরে থাকা লোহা  বার করে নিয়ে যাচ্ছে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কাউন্সিলর মনিন্দ্রবাবু, চুরির জন্য কালভার্ট ভেঙে যে লোহার রড গুলো দুস্কৃতিরা বার করেছিলো সে গুলো পুলিসের হাতে তুলে দেন তিনি।
ঘটনা প্রসঙ্গে এই তৃণমূল কাউন্সিলর বলেন, গোটা শহরে নেশাখোর দের দৌরাত্ম্য চলছে, যার ফলে ভেঙে পরছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সংস্কৃতি, মনিন্দ্র বাবু আরো বলেন ,ইতিমধ্যে এই সমস্ত ঘটনাবলী তিনি জেলা পুলিশ সুপারের নজরে এনেছেন ।

অপরদিকে তৃণমূল কাউন্সিলরের করা মন্তব্যে প্রসঙ্গে জেলা বিজেপির সহ সভাপতি তপন রায় জানান, রাজ্য সরকার এবং প্রশাসনের মদত আছে বলেই আজ জলপাইগুড়ি শহরের এই অবস্থা , মনিন্দ্রবাবু অকপটে সটি স্বীকার করে নিজেই বলেছেন , আমাদের আর কিছু বলার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *