জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- বর্ষার আগেই বেহাল রাস্তা, অতি কষ্টে যাতায়াত স্কুল ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষের, হেলদোল নেই পঞ্চায়েতের। জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া অঞ্চলের তিস্তা পাড়ের বাসিন্দাদের চলাচলের পথ নিয়ে ভোগান্তি শুরু ,যদিও আসেনি বর্ষা তার আগেই কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতির আবাসনের সামনে থেকে সুকান্ত নগর কলনীর বিস্তীর্ন এলাকায় যাবার চলার পথ খানাখন্দে ভোরে যাওয়ায় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূলত পঞ্চায়েত এর মাধ্যমেই এই চলার পথ সংস্কার করার কথা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর এই এলাকার পথঘাট তৈরি করা হবে বলে বলা হলেও তা আর বাস্তবায়িত হয় না। সাধারণ রিকশা চালক রবীন্দ্র ভক্ত এই প্রসঙ্গে জানান, খুবই কষ্ট করে যাতায়াত করতে হয়, রাতের অন্ধকারে সমস্যা আরো বেশি। আমরা চাই রাস্তা মেরামত এবং ভালো পথবাতির ব্যাবস্থা কিন্তু আমাদের কথা শুনবে কে ?
অপরদিকে এই পথ দিয়ে স্কুলে যাওয়া আসা করা ছাত্রদের ও একই সমস্যা। মুখ ফুটে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় এই পথে যাতায়াত কত কষ্টের।
Leave a Reply