পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-– রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল ও রামনবমী কমিটির সমর্থনে ভগবানপুর নিমতলা থেকে কোটনাউড়ি মোড় পর্যন্ত বিলাল ধর্মীয় পদযাত্রা হয়। এই পদযাত্রায় সামিল হন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক সহ বিশ্বহিন্দু পরিষদের রাজ্যনেতা স্বপ্ন মুখার্জী। এই পদযাত্রায় প্রায় কয়েক হাজার মানুষ পা মেলায়। কেউ হনুমান সাজে বা কেউ রাম সাজে সজ্জিত হয়ে ট্যাবলো সহযোগে এই পদযাত্রা হয়। এক বছর হলেও তার পরেই করোনার করাল গ্রাসের আতঙ্কে দীর্ঘ দু’বছর বন্ধ থাকে এই ধর্মীয় পদযাত্র। প্রায় কয়েক মাস আগেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষের জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করে। সেকারনে আবারও ২০২২ এ নতুন করে রামনবমী উপলক্ষ্যে বিশাল পদযাত্রা হয়।
Leave a Reply