হাঁসখালি ধর্ষণকাণ্ডে পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের যেসব নেতারা অশ্লীন বিবৃতি দিচ্ছেন পকসো আইনে তাদের আগে গ্রেফতার করা উচিত। শুক্রবার হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণকাণ্ডে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নেতা অধীর চৌধুরী সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিন দেখা করতে আসেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল। সিপিআইএম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ঘটনায় পরিবারকে সমবেদনা জানাবার কোন ভাষা নেই। যেভাবে দিনের-পর-দিন রাজ্যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে চলেছে সকলের প্রতিবাদ না করলে এ রাজ্যে বসবাস করার মত আর পরিস্থিতি থাকবে না। তৃণমূল নেতারা বলছেন ধর্ষণের প্রতিবাদে মিছিল করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। এর পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল সাংসদ বিধায়ক রা যেভাবে খুন এবং ধর্ষণের ঘটনায় বিবৃতি দিচ্ছেন সবার আগে প্রশাসনকে বলবো পকসো আইনে তাদের গ্রেপ্তার করা উচিত। এর পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে তিনি বলেন আমরা চাই সিবিআই তাড়াতাড়ি তদন্ত শুরু করে আগামীকালের মধ্যেই দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *