ন’পাড়া মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে দ্বিতীয় দিনের নৈতিক শিক্ষা দান কোটাসুরে ৷

0
317

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:-  আজ কোটাসুর মদনেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে ন’পাড়া মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে নৈতিক শিক্ষাদান শুরু হল ৷ এদিনের পাঠশালার প্রধান আচার্য ছিলেন রামপ্রসাদ ব্যানর্জ্জী ৷ এদিন গীতা পাঠশালার দ্বিতীয় দিনের ক্লাস সম্পন্ন হল ৷ আজ কোটাসুর ও তার সংলগ্ন আশে-পাশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ত্রিশজন মায়েরা তাদের সন্তানদের নিয়ে আসেন এই নৈতিক শিক্ষা গ্রহণে ৷ কচিকাঁচারা বেশ স্বতঃস্ফূর্ততার মধ্যদিয়ে এদিনের ক্লাসে উৎসাহ প্রদান করে ৷এদিন শিক্ষাদানের শুরুতেই মন্দির পরিক্রমা করেন মায়েরা ৷ তারপর গীতিবন্দনা ও মাতৃবন্দনার মাধ্যমে শুরু হয় এদিনের পাঠদান ৷ এরপর একে একে স্বামীজীরা তাদের মুল্যবান বক্তব্য তুলে ধরেণ ৷ তাঁদের মুল্যবান বক্তব্যের মধ্যদিয়ে সমাজ গঠনের মধ্যদিয়ে দেশ গঠনের ভূমিকা ফুটে ওঠে ৷ দেশ গঠনের মায়ের ভূমিকা তথা সুষ্ঠু সমাজ গঠনে ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্যের আদর্শের বার্তা দেন স্বামীজীরা ৷ এদিন দারুণ উৎসাহের সঙ্গে এই নৈতিক শিক্ষা গ্রহণ করে ৷ নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজ গঠনের এক অপূর্ব প্রচেষ্টা শুরু করল এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ৷
ছবি ও তথ্য- সুকান্ত রায়, কোটাসুর, ময়ূরেশ্বর, বীরভূম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here