পানীয় জলের দাবি নিয়ে নলবনা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন SFIও DYFI ও মহিলা সংগঠনের।

0
264

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন দুই বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কদমডাঙ্গা গ্রামে পানীয় জলের সমস্যা নিয়ে দিন কাটতো,বহুবার এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েত কে জানিয়েও কোন সুরাহা মিলেনি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর, অবশেষে সোমবার বেলা ১১টা নাগাদ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো বাম সংগঠনের SFI, DYFI ও মহিলা সংগঠন, এইদিন হাঁড়ি,কলসি নিয়ে দীর্ঘক্ষন ধরে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ, অবশেষে গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় কুমার সৌ আগামী ১৫ দিনের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বাম সংগঠনের SFI,DYFI ও মহিলা সংগঠনের কর্মী-সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here