জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিশ জন ছাত্র ছাত্রীদের জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে রোটারি ক্লাব করলা ভ্যালির ।তার মধ্যে ষোলোজনের সেই আথিক সাহায্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে।বাকি জনদের মধ্যে সোমবার রাতে তাদের নিজস্ব দপ্তরে মোট চারজনকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ূয়াদের সাহায্য করল।এই দিন তাদের সন্মান দেবার পাশাপাশি চেক ও তুলে দেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেনরোটারি ক্লাব করলা ভ্যালির সকল সদস্যরা।
Leave a Reply