বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :-  রাস্তা নিয়ে বিবাদের জের এবার গড়ালো বাড়িতে আগুন লাগানোর ঘটনায়। আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গিয়েছে গৃহস্থের সমস্ত ঘরবাড়ি। রবিবার গভীর রাতের দিকে ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার মেরিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙাজোড়া গ্রামে। এলাকায় রাস্তা নিয়ে বিবাদ চলছিল স্থানীয় বাসিন্দা পরেশ নাইয়াদের সঙ্গে প্রতিবেশী সমতুল মন্ডলদের। কয়েক মাস আগে সেই বিবাদ মেটাতে তৎপর হয়েছিল স্থানীয় প্রশাসন। দুই পরিবারকে ডেকে স্থায়ী সমাধানের চেষ্টাও করা হয়েছিল।তার পরেও দুই পরিবারের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে।এবার সে সবের মধ্যেই রবিবার গভীর রাতে পরেশ নাইয়াদের ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।তাদের অনুমান এই কাজ সমতুল মন্ডলের বাড়ির লোকজনই আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ। এই ঘটনায় কুলতলি থানার পুলিশ সমতুল মন্ডলের পরিবারের দুজনকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *