মনুষ্যত্ব সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- করোনা পরিস্থিতির জেরে রক্তদান শিবির বন্ধ ছিল বহু জায়গাতেই। ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো বীরভূম জেলার দুবরাজপুরের মনুষ্যত্ব নামে একটি সামাজিক সংস্থা। রক্তদান করা মানে ওপর জনের জীবন বাঁচানো। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত রক্ত পান তা সুনিশ্চিত করতেই আজ মঙ্গলবার মনুষ্যত্ব সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুবরাজপুর ইউথ কর্ণার মঞ্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে মহিলা ও পুরুষ মিলে ৫০ জনের বেশি রক্তদাতা রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কা দাস, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী সুমনা চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এই সংস্থার কর্ণধার জিৎ নায়ক জানান, আমরা করোনা অতিমারীর সময় থেকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে আসছি। আজকের দিনেই এই সংস্থার কাজ আমরা শুরু করেছিলাম। আর জেলায় রক্তের ঘাটতি দেখা যাচ্ছে। তাই রক্তের ঘাটতি মেটাতে আমাদের এই উদ্যোগ। তাছাড়াও বৈকালে বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *