নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরি দেওয়ার নামে অফিস খুলে বসা প্রতারণা চক্র পর্দাফাঁস। চাকরির নামে সেই অফিস খুলে বসে সেই চক্রেরই পর্দাফাঁস করল মালদার গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলার নাম সন্তোষী বাড়ই (৩৫) গতকাল গাজোলের নয়াপাড়া শিক্ষকপল্লী এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে প্রতারণা চক্রের এক মহিলাকে। এই চক্রের আর কেউ জরিত আছে কিনা বাকিদের ধরতে তদন্তে গাজোল থানার পুলিশ। আজ ধৃত ওই মহিলাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
Leave a Reply