দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের প্রধান এর উদ্যোগে হয়ে গেল প্লাস্টিক দূষণ মুক্ত সাফাই অভিযান।

0
287

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের প্রধান এর উদ্যোগে হয়ে গেল প্লাস্টিক দূষণ মুক্ত সাফাই অভিযান। যত্রতত্র গঙ্গার তীরবর্তী এলাকায় প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায়। সরকারি পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত অভিযান বা প্লাস্টিক এক জায়গায় জড়ো করার জন্য গঙ্গা তীরবর্তী এলাকায় একটি করে লোহার বেষ্টিত খাঁচা বসানো হয়েছিল। সেই খাঁচার ভিতর অধিকাংশ মানুষই প্লাস্টিক জাতীয় দ্রব্য ফেলেন না, তাই যত্রতত্র গঙ্গার তীরবর্তী এলাকায় প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায়। এমতাবস্থায় দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের প্রধান এর উদ্যোগে সেইসব প্লাস্টিক একটা বস্তায় ভরে দূষণমুক্ত অভিযান করলেন। এই সাফাই অভিযান এর সঙ্গে উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠী মহিলারা এবং পঞ্চায়েতের সদস্যরা। সাফাই অভিযান পর্বের এমন অভূতপূর্ব দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here