বন্য পশু হত্যা রুখতে সোনামুখী জঙ্গলে নজরদারি বনদপ্তর ও সোনামুখী পুলিশ প্রশাসনের ।

0
229

আবদুল হাই, বাঁকুড়াঃ সাম্প্রতিককালে বাঁকুড়া জেলার সোনামুখী জঙ্গলে বারবার আগুন লাগার ঘটনা ঘটে এই ঘটনাল সাধারন মানুষদের বিভিন্ন সময় মাইকের মাধ্যমে প্রচার চালিয়ে সচেতন করা হয়েছে সোনামুখী বনদপ্তরের পক্ষ থেকে । এবার জঙ্গলে বন্য পশু হত্যা রখতে ও সাধারণ মানুষদের সচেতন করতে কড়া নজরদারি চালাচ্ছে সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা ও সোনামুখী পুলিশ প্রশাসন । সকাল থেকেই সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী সহ অন্যান্য বনদপ্তরের আধিকারিক এবং সোনামুখী পুলিশ প্রশাসন টহল দিচ্ছেন । অন্যদিকে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয় । প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এর ফলে বন্য পশু হত্যা অনেকটাই কমবে বলে মনে করছেন সকল শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।

সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন , সোনামুখী বনদপ্তর এবং সোনামুখী পুলিশ প্রশাসন যৌথভাবে এই কর্মসূচি চালাচ্ছি যাতে কেউ অযথা জঙ্গলে প্রবেশ না করে এবং বন্য পশু হত্যা না করে । বন্য পশু হত্যা করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলেও জানান তিনি । তিনি বলেন এই কর্মসূচির ফলে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here