নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :– বৃহস্পতিবার এবিটিএ, এবিপিটিএ র জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে রাজ্য জুড়ে ছাত্রী সহ নারী ধর্ষণ, নির্যাতন, স্কুল সার্ভিস কমিশনে পাহাড় প্রমাণ দুর্নীতি, প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্টের গ্রেফতার, আনিস খানের হত্যাকারীদের শাস্তি,জাতীয় শিক্ষা নীতি বাতিল, সাধারণের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে এক দৃপ্ত মিছিল শহর পরিক্রমা করে। শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের কদমতলা থেকে শুরু করে শহর পরিক্রমা করে মিছিল। উপস্থিত ছিলেন এবিটিএ ও এবিপিটিএ র জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায় ও বিপ্লব ঝা। নেতৃত্ব জানান যে, শিক্ষা ব্যবস্থার উপর ক্রমান্বয়ে আঘাত কেন্দ্র ও রাজ্য দুই সরকারই করে চলেছে, অবিলম্বে সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই জেলা জুড়ে তীব্র আন্দোলন শুরু হবে।
Leave a Reply