মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকালে ভগবানগোলা উচ্চ বিদ্যালয় মাঠে ইশা ও আজমল ফাউন্ডেশন এর উদ্যোগে ১০০০ জন অসহায় দুঃস্থ ব্যক্তিদের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কো অর্ডিনেটর মুফতি মাওলানা নাজমুল হক বলেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমস্যায় মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার এর মানুষজন । নিম্নবর্তী পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। ভগবানগোলা ব্লক ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন সারারাত যে যেই ভাবে কাজ করছে এই ফাউন্ডেশন তা সত্যিই উল্লেখযোগ্য। ভবিষ্যতের জন্য এইরকম কাজই করে যাই এই আশাই রাখবো বলে তিনি জানান। আজকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ইশা ও আজমল এর রাজ্য কো অর্ডিনেটর মুফতি মাওলানা নাজমুল হক , ভগবানগোলা ব্লক ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলক কান্তি মজুমদার , বিশিষ্ট সমাজসেবী তারিফ মহালদার সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
Leave a Reply