দাঁতনে রেট ভলেন্টিয়ার্স দিবস পালন।

0
2715

দাঁতন, নিজস্ব সংবাদদাতা:-  ২২ শে এপ্রিল অর্থাৎ শুক্রবার রাজ‍্যের দিকে দিকে পালিত হচ্ছে বাম সংগঠনের রেড্ ভলেন্টিয়ার্স দিবস। অতিমারী কোভিড কালে রাজ‍্যের দিকে দিকে সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে, মানুষের পাশে থাকার ব্রত নিয়ে পথে নেমেছিল “রেড্ ভলেন্টিয়ার্স”। মাস্ক, স‍্যানিটাইজার বিতরণ, এলাকা স‍্যানিটাইজেশন, এলাকায় সতর্কতা বার্তা প্রচার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে অবিরাম ছুটে চলার পাশাপাশি অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে শুকনো খাবার ও স্বল্প মূল্যে রান্না করা খাবার বিত‍রণ সহ নানাবিধ সমাজসেবামূলক কাজে ব্রতী হয়ে মানুষের পাশে থাকার অগ্রণী ভূমিকা পালন ক‍রেছে রেড্ ভলেন্টিয়ার্স । নতুন কর্মসূচি গ্রহণ করে মানুষের পাশে থাকার শপথ গ্রহণ করে রেড্ ভলেন্টিয়ার্স এর কর্মী সমর্থকরা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল‍্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়।
একদিনে নয়, একদম ঠিক হবেই- এই দৃঢ়সংকল্প নিয়ে সকল “রেড্ ভলেন্টিয়ার্স”-কে জানাই রক্তিম অভিনন্দন জানিয়ে এই বিযয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রেড্ ভলেন্টিয়ার্স কর্মী ননীগোপাল দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here