ছবি তুলতে গিয়েছিলেন,ছবি চলে এসেছে পেপারে,এইটুকু চান আর কিছু চান না,খড়্গপুরে চা চক্রে যোগ দিতে গিয়ে দিল্লিতে তৃণমূল কর্মীদের আটকানো নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

0
242

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ছবি তুলতে গিয়েছিলেন,ছবি চলে এসেছে পেপারে,এইটুকু চান আর কিছু চান না । নিজের রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা হচ্ছে বন্ধ করতে পারেন না আর নাটক করতে এখানে গেছেন,কোন দরকার নেই , শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন এলাকায় চা চক্রে যোগ দিতে গিয়ে দিল্লিতে তৃণমূল কর্মীদের আটকানো ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, পাশাপাশি এই প্রসঙ্গে তিনি আরো বলেন সঙ্গে সঙ্গে ওইখানকার পুলিশ ডিসিশন নিয়েছেন যত অবৈধ ঝুপড়ি যত অবৈধ কাজ বাংলাদেশিরা‌ এসে ওইখানে বসে যাচ্ছে দুনিয়া থেকে,যত দুষ্কৃতী এখানে জমা হচ্ছিল আর পুলিশ ওদের উপরে শুরু করে দিয়েছে একশন । এইটা আমরা পশ্চিমবাংলা দেখিনা যারা অন্যায় করে এখানে তাদের সংরক্ষণ দেয় ওইখানকার পুলিশ বলুন কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দেয় । পাশাপাশি IPS দের নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত নিয়ে দিলীপ ঘোষ বলেন
সংঘাত কিছু নেই আইপিএস কেন্দ্রের এমপ্লয়ী তাঁদের বেতন দেয়,কেন্দ্র তাই তারা কোথায় কাজ করবে কি করবে তা ঠিক করবে কেন্দ্র এরা সব ব্যাপারে ঝগড়া করে আর কিছু করে না । পাশাপাশি রাজ্যে ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে এই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন,
আইন শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশ রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে এখানে ভোট জেতানোর জন্য আর সেই দুষ্কৃতীদের সঙ্গে একসঙ্গে এইখানে বিরোধীদের আটকাচ্ছে টিএমসি কে ভোটে জিতেছে । তাই তাদের শুনেও না মানে ও না ভয় পায় না এদের গায়ে হাত দিলে তো টিএমসি পার্টি জিততে পারবেনা তাই ওদের ছেড়ে রেখেছে যা ইচ্ছা তাই করছে । এইদিন এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here