দিবা রাত্রি জ্বলছে পথবাতি,পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে,নজর নেই পৌর প্রশাসনের,খড়ার পৌরসভা ৯ নন্বর ওয়ার্ডের হেলো এমনই ঘটনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দিবা রাত্রি জ্বলছে পথবাতি,পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে,নজর নেই পৌর প্রশাসনের,পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভা ৯ নন্বর ওয়ার্ডের ঘটনা।পৌরবাসীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে দিনরাত ধরে জ্বলছে পৌর এলাকার পথবাতি গুলি।পৌর এলাকার একাধিক জায়গাতে কোথাও জ্বলছে হাই মার্চ লাইট তো কোথাও স্ট্রিটলাইট ফলে পৌর এলাকার উন্নয়নের টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ উঠছে।
সূত্রের খবর খড়ার পৌরসভার বিদ্যুৎ দপ্তরে বকেয়া বিল কয়েক লক্ষাধিক টাকা। অভিযোগ তারপরও হুঁশ ফেরেনি পৌর প্রশাসনের খড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরেই ২৪ ঘন্টা ধরে জ্বলছে পথবাতি গুলি।পৌরবাসীর অভিযোগ এর ফলে করের টাকা নষ্ট হচ্ছে। এলাকার বিজেপির নেতারাও অভিযোগ তুলেছেন খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুইয়ের বিরুদ্ধে।বিজেপির অভিযোগ অযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান পদে বসানোর জন্য একদিকে যেমন পৌর এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে অপর দিকে পৌরসভার উন্নয়নের অর্থ অপচয় হচ্ছে। খড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা জানা স্বীকার করে নিয়েছেন যে দিনে, রাতে কয়েকদিন ধরেই পথবাতি গুলি জ্বলছে কি কারনে এই পথবাতি গুলি জ্বলছে তা খবর নিয়ে পৌরসভার চেয়ারম্যানের কাছে তিনি জানাবেন বলে জানিয়েছেন।
খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই বলেন এটি টেকনিকেল ফল্ট, সমস্যা মেটানোর দ্রুত উদ্যোগ নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *