নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– আজ দুপুরে বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু । ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জের গোপালনগরে ।
গুরুতর আহত অবস্থায় চারজন শিশুকে হাসপাতলে ভর্তি করা হয়েছে, একজনের হদিস পাওয়া যাচ্ছে না ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে শিশুগুলি বাগানে খেলছিল সে সময় তারা বোমাটি বল ভেবে খেলতে শুরু করে তাতেই অসাবধানতাবশত বোমা বিস্ফোরণ হয় । আর তার ফলেই গুরুতরভাবে জখম হয় ওই শিশুগুলি । ইতিমধ্যে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
এরপরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং এরপরে এলাকায় তল্লাশি শুরু করলে স্থানীয় তৃণমূল কর্মী সেন্টু মিয়ার পরিত্যক্ত কুয়ো থেকে আরও দুই জারকিন বোমা উদ্ধার হয় ।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, ওই তৃণমূল কর্মী সেন্টু মিয়ার ভাইপো গোলাপগঞ্জের তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট । এলাকায় তারা মাঝেমাঝেই গ্রামবাসীদের সঙ্গে অকারনে অশান্তি পাকায় । এছাড়াও তাদের অন্যায় ভাবে মারধর করে । তারা এলাকাকে নানাভাবে অশান্ত করে রাখে ।
তাছাড়াও গ্রামবাসীদের আরো অভিযোগ, মূলত যুব গোলাপগঞ্জের যুব তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট শরিফ হোসেন ও তার কাকাই বোমা গুলিকে গ্রামে ঝামেলা করার উদ্দেশ্যে মজুদ করেছে ।
যদিও গ্রামবাসীদের এই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে যুব তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট শরীফ হোসেন । তিনি বলেন, কেউ বা কারা অসৎ উদ্দেশ্যে আমার কাকার জমিতে বোমা-গুলিকে রেখে গেছে । আমরা ওই বোমা গুলির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় ।
কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জের গোপালনগরে বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু ।

Leave a Reply