আপৎকালীন রক্তদানে এগিয়ে এলেন মালদা কলেজ এন এস এস ও এন সি সি, মালদা কলেজ ছাত্র সংসদ ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- একদিকে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ অন্যদিকে পবিত্র রমজান । একসঙ্গে পাল্লা দিয়ে টান ফেলেছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্লাড সেন্টারের রক্তের ভান্ডার। বিশেষ করে থ্যালাসেমিয়া ভোগা রোগীদের কথা মাথায় রেখে মালদা কলেজ প্রাঙ্গনে বিশেষ আপৎকালীন রক্তদানে এগিয়ে এলেন মালদা কলেজ এন এস এস ও এন সি সি, মালদা কলেজ ছাত্র সংসদ । উক্ত শিবিরে সংকটময় মুহূর্তে ৭০ জন রক্তবন্ধু রক্ত দান করে মানবিকতার নজির গড়লেন। শিবিরে স্বয়ং রক্ত দান করে রক্তদাতাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন প্রিন্সিপাল ডঃ মানুষ কুমার বৈদ্য ও অমূল্য সরকার প্রোগ্রাম অফিসার এন এস এস মালদা কলেজ। শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক পীযূষ সাহা, ছাত্রনেতা মোহাম্মদ অমিত শেখ, ও আলিম শেখ, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক নিরঞ্জন প্রামানিক, জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি প্রমূখ। বর্তমান রক্ত সংকটকালীন অবস্থায় খুব স্বল্প সময়ে ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় এত সুন্দর মানবিক কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে, তবে এ কাজে সকলের এগিয়ে আসা উচিত” জানালেন ডঃ শ্যাম দাস কনভেনার এন সি সি ও এন এস এস মালদা কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *